Loading...
Home / Blog / প্রশান্তিভরা বান্দিপুরের গ্রাম!

প্রশান্তিভরা বান্দিপুরের গ্রাম!

By Tripmate Admin
Travel

প্রথমবার বান্দিপুর যাওয়া৷ একটা এলবাম থাকা উচিত! 

বান্দিপুর সুপ্রাচীন আমল থেকেই ইন্ডিয়া আর তিব্বত বানিজ্যের করিডোর হিসেবে ব্যবহৃত হতো। পোখারা হাইওয়ে থেকে ৯ কিলো উপরে মেঘের মধ্যে এই গ্রামের অবস্থান। উচ্চতা খুব বেশী না ৩৩০০/৩৪০০ ফুটের মধ্যে৷ কিন্ত দিনের অনেকটা সময় মেঘদলের চলাচল থাকে গ্রামের উপর দিয়ে। 

একই দিনে শীত, গ্রীষ্ম আর বর্ষার আমেজ পাওয়া যায় বান্দিপুরে।  

আর সবচেয়ে আকর্ষনীয় হলো এর পুরানো কিন্ত সুন্দর গুছানো বাড়িগুলো। মানুষগুলো খুব চিল! কারো যেনো জীবনে কোন প্যারা নাই, তাড়া নাই।  

টুরিস্ট দেখলে হাকডাক নাই, টানা হেচড়া নাই। যে যেখানে খুশী বসে দাঁড়িয়ে আড্ডা মারছে, কাজ করছে৷ 

দারুন, দারুন!  

অবশ্যই আবার যেতে চাই বান্দিপুর...