Loading...
Home / Blog / অবাক করা সেই জাদুর শহর!

অবাক করা সেই জাদুর শহর!

By Tripmate Admin
Travel

এক অবাক করা যাদুর ছোট্ট শহর। পুরোটা প্রায় উচু পাচিলে বন্দী। ঢুকেই মনে হবে আলিফ লায়লার সেট বুঝি। যদিও প্রাচীন সিল্ক রুটের এই অংশ ছিল ক্রীতদাস কেনা বেচার বিশাল বাজার। পানির উৎস ছিল, ধারে কাছে। তাই এইখানেই জমে উঠে বাজার, মানুষ জন বসতি। এই এখন বিশাল টুরিস্ট এট্রাকশন। অধিবাসী কম, ঘুরতে আসা লোক বেশী হলেও। যারা অধিবাসী এতদ অঞ্চলে তাদের প্রানোচ্ছোল কর্মকান্ডে সারাদিন মুখরিত " খিভা " অঞ্চল। বিয়ের সময় এক পাক কেল্লা চত্বর ঘুরে বেড়ানো রীতির মত মনে হলো। খুব কাছেই তুর্কেমিনিস্থানের সাথে সীমানা। অঞ্চল টা রুক্ষ, শুধু এই নগর প্রাচীর আর আশে পাশে কিছু এলাকা সবুজ৷ মূল ফটকের ভেতর বাহির ২ অংশে বিভক্ত। ইচান কালা, ডিশান কালা৷ আরো দূরে দূরে আরো প্রাচীন কিছু " কালা " আছে, ধ্বংসস্তুপ প্রায়। সেগুলো গাড়ি ভাড়া করে ঘুরতে গিয়েছিলাম। একটা দিন একটা রাত, দূর্গ আশেপাশে কাটিয়ে দেয়ার মত শুয়ে বসেই এই খিভা। xiva সাথে চামড়া কেটে যাওয়া ঠান্ডা বাতাস। প্রচন্ড বাতাস। কিছু ছবি রইলো। উজবেকিস্তান। ২০২৩। নভেম্বর।