0
(0)
৳ 1,300.00
আমরা একটা দারুন সুন্দর, স্মার্ট, ড্যাশিং ডাফল ব্যাগ বানায়া ফেলছি! নামটা তার " হাকালুকি " আগের ফোল্ডেবল ডাফল টা খুব কার্যকরী, ১৫/১৬ কেজি জিনিস পাতি জামা কাপড় আটে, দেখতে যেমন ই হোক৷ এবারের টা অয়েট কম নিবে কারন মূল টার্গেট " কেবিন লাগেজ " ৭/৮ কেজি রেগুলার অয়েট কিন্ত দেখতে "হাকালুকি" নর্থ ফেসের একটা ডাফলের মত!! ( গোপনে আরেকটা ইনফো দেই আগের ডাফল ব্যাগ দিয়ে কতিপয় অফিস দেড় কোটি, আই রিপিট দেড় কোটি টাকা পরিবহন করে! দেড় কোটির ওজন কত হবে ৫০০/১০০০ নোট মিলায়া ,আমার জানা নাই, আমার গ্রামে কেউ এত টাকা একত্রে দেখে নাই) তো হাকালুকি মার্কেটে এসেই সাড়া ফেলছে এর লুকের জন্য। এরপর সাইড স্ট্রাপ গুলো টেনে ছোট করা যায়, যেটা মেয়েদের জন্য ক্যারি করতে খুব সুবিধা হয়, আগের ফিচার ফোল্ডেবল ত আছেই, সাথে এর ভেতরের পকেট টাই এর প্যাকেট হয়ে যাচ্ছে আলাদা প্যাকেট ক্যারি করা লাগে না। যারা প্রচুর ফ্লাইটে ইধার উধার যান, তাদের কেবিন লাগেজের ৭ কেজির একটা অংশ চলে যায় ব্যাগের ওজনেই। হাকালুকি মাত্র ৩৫০ গ্রাম ওজন ইটসেল্ফ, তাই ৭ কেজির ৭ কেজিই এস্তেমাল করা যাচ্ছে, এটা সবচে বড় সুবিধা। কালার ৪/৫ টা। লাল,হলুদ সাহসী লোকজনের জন্য, এছাড়া আমজনতার জন্য কালো, গ্রে, ব্রাউন আছেই। একটাই মূল চেম্বার, ডাফলে যেমন হয়। ভেতরে একটা ছোট পকেট, বাইরে ২ টা সাইড পকেট। ফেব্রিক নায়লন। হালকা বৃস্টির পানি ব্যাগের ভেতর ঢুকবে না। হেভি রেইন হলে জিপার, সেলাই এর অংশ দিয়ে ঢুকতে পারে বৈকি। হাকালুকির দাম ১৩০০ টাকা। পাওয়া যাচ্ছে দোকানে বা সুন্দরবন কুরিয়ারে / পাঠাও তে সমগ্র দেশে ডেলিভারি।

    You may also like

    featured products