0
(0)
৳ 1,250.00
আপনি " চিত্রা" কে নড়াইলের নদীও ভাবতে পারেন, আবার হরিণ ও ভাবতে পারেন! তবে আমাদের উদ্দেশ্য পরিস্কার, ট্রিপমেট এর প্রডাক্ট লাইনআপ থেকে যেসব প্রডাক্ট বানাবো তার নাম সব সময় হবে নিখাদ বাংলা নামে, হয় সেটা বাংলার কোন নদী, কোন বন, কোন অঞ্চল ইত্যাদি৷ চিত্রা ব্যাগটার ধারন ক্ষমতা ২২ লিটার। তাই এর নাম " চিত্রা ২২ " এম্বিগ্রাম লেখাটা ডিজাইন করে দিয়েছে ফেরদাউস স্বপ্নীল ভাই৷ তার উপহারের একটা ব্যাগ সে এখনো নেয় নি যদিও, মনে হয় না এই লটে আর পাবে, জলদি ফুরোচ্ছে তো! পাহাড় পর্বত ছাড়াও আমাদের ডেইলি লাইফে বা অফিসে যেতে একটা সুন্দর স্মার্ট ছোট ব্যাকপ্যাক লাগে৷ যাতে ল্যাপটপ চার্জার টিফিন সব এটে যায়। এই জায়গাটাকে ফোকাস করেই চিত্রা বানানো। বা করপোরেট কোন এক দিনের টুর। ১ /২ টা জামা, কাগজ ফাইল ল্যাপটপ এসব নিয়ে যেনো দৌড় দেয়া যায়। এক্ষেত্রে কটকটে কালার কেমন যেনো কোড অফ কন্ডাক্টে যায় না। তাই চিত্রার রঙ এমন ভদ্র ভদ্র! কালো, ধূসর, গাড় নীল। প্রথম দেখায় যে কারো আশা করি পছন্দ হবে। ফেব্রিক হালকা অয়াটার রেপেল্যান্ট। ভারি বৃস্টি হলে পানি ঢুকতে পারে। হালকা বৃস্টি হলে চাপ নেই। এটার দাম ১২৫০ টাকা। বিদেশী একটা ব্যাগের অনুকরনে চিত্রা ডিজাইন করা হয়েছে। Rafayet Monon ভাই কে ধন্যবাদ মূল ব্যাগ টা ধার দিয়ে উপকৃত করার জন্য৷ মূল চেম্বার একটাই। শেপটা সুন্দর দেখানোর স্বার্থে বাইরে দিয়ে আর কোন পকেট নেই। ভেতরে ল্যাপটপ চেম্বার আছে। চার্জার রাখার আলাদা জিপ পকেট আছে। দুই পাশে অনেক গভীর পানি বা ভেজা জ্যাকেট রাখার ম্যাশ পকেট আছে। পেছন দিকে একটা হিডেন মোবাইল মানিব্যাগ রাখার জিপ পকেট আছে। এইতো, সিম্পল আর কি! শপে পাওয়া যাচ্ছে, অথবা সুন্দরবন কুরিয়ারে সমগ্র বাংলাদেশে ডেলিভারি।
  • 0
    (0)
    ৳ 1,300.00
    আমরা একটা দারুন সুন্দর, স্মার্ট, ড্যাশিং ডাফল ব্যাগ বানায়া ফেলছি! নামটা তার " হাকালুকি " আগের ফোল্ডেবল ডাফল টা খুব কার্যকরী, ১৫/১৬ কেজি জিনিস পাতি জামা কাপড় আটে, দেখতে যেমন ই হোক৷ এবারের টা অয়েট কম নিবে কারন মূল টার্গেট " কেবিন লাগেজ " ৭/৮ কেজি রেগুলার অয়েট কিন্ত দেখতে "হাকালুকি" নর্থ ফেসের একটা ডাফলের মত!! ( গোপনে আরেকটা ইনফো দেই আগের ডাফল ব্যাগ দিয়ে কতিপয় অফিস দেড় কোটি, আই রিপিট দেড় কোটি টাকা পরিবহন করে! দেড় কোটির ওজন কত হবে ৫০০/১০০০ নোট মিলায়া ,আমার জানা নাই, আমার গ্রামে কেউ এত টাকা একত্রে দেখে নাই) তো হাকালুকি মার্কেটে এসেই সাড়া ফেলছে এর লুকের জন্য। এরপর সাইড স্ট্রাপ গুলো টেনে ছোট করা যায়, যেটা মেয়েদের জন্য ক্যারি করতে খুব সুবিধা হয়, আগের ফিচার ফোল্ডেবল ত আছেই, সাথে এর ভেতরের পকেট টাই এর প্যাকেট হয়ে যাচ্ছে আলাদা প্যাকেট ক্যারি করা লাগে না। যারা প্রচুর ফ্লাইটে ইধার উধার যান, তাদের কেবিন লাগেজের ৭ কেজির একটা অংশ চলে যায় ব্যাগের ওজনেই। হাকালুকি মাত্র ৩৫০ গ্রাম ওজন ইটসেল্ফ, তাই ৭ কেজির ৭ কেজিই এস্তেমাল করা যাচ্ছে, এটা সবচে বড় সুবিধা। কালার ৪/৫ টা। লাল,হলুদ সাহসী লোকজনের জন্য, এছাড়া আমজনতার জন্য কালো, গ্রে, ব্রাউন আছেই। একটাই মূল চেম্বার, ডাফলে যেমন হয়। ভেতরে একটা ছোট পকেট, বাইরে ২ টা সাইড পকেট। ফেব্রিক নায়লন। হালকা বৃস্টির পানি ব্যাগের ভেতর ঢুকবে না। হেভি রেইন হলে জিপার, সেলাই এর অংশ দিয়ে ঢুকতে পারে বৈকি। হাকালুকির দাম ১৩০০ টাকা। পাওয়া যাচ্ছে দোকানে বা সুন্দরবন কুরিয়ারে / পাঠাও তে সমগ্র দেশে ডেলিভারি।
  • 5
    (1)
    ৳ 1,300.00
    নতুন ব্যাগ এলার্ট! 📢 যারা আর ট্রিপমেটের ব্যাগ কিনতে চান না, তারা আর পোস্ট পড়বেন না! নতুন আরেকটা ডে প্যাক বানিয়ে ফেললাম গত ২ মাস অনেকবার ডিজাইন, শেপ পরিবর্তন পরিমার্জন করে । আমাদের বানানো নতুন ব্যাগটির নাম দিয়েছি " panam " বা " পানাম "। পড়তে কি পারছেন? দারুন ডিজাইনটি করেছে ফেরদাউস স্বপ্নীল ভাই ব্যাগটির আইডিয়া অবশ্যই কপি করা। সুইডিশ একটা ব্রান্ড fajelraven থেকে, ঘুরে আসতে পারেন তাদের সাইট। যদি ব্যাগ নিয়ে ফ্যাসিনেশন থাকে। এই ব্যাগের মূল ব্যাপার হলো কম্প্যাক্ট সাইজ, দুর্দান্ত লুক একই সাথে বডির সাথে চূড়ান্ত রকম এরোডায়নামিক৷ এটাই কোম্পানীর আবিষ্কার । পিঠের সাথে এত চমতকার ভাবে সেট হয়, কখনো ই কখনো ই এই ব্যাগের লোডে পিঠ বা কোমর ব্যথা হবে না। আবার সোল্ডার স্ট্র‍্যাপ গুলো একজায়গায় ভেলক্রো দিয়ে ফিক্সড করে ফেললে, আপনি এটা টোট ব্যাগের মত হাতেও নিয়ে ঘুরতে পারবেন, ভেরি স্মার্টলি। দেখা যায় না এমন ভাবে বানানো একটা ল্যাপটপ চেম্বার দেয়া আছে। ফুললি প্যাডেড। ইভেন তলাতেও। ২০ বছর আগের ল্যাপটপ হলে এই ব্যাগ না নেয়াই ভালো। লাইট কিছুর জন্য এটা বেটার। বেশী পুরনো ল্যাপটপ হলে আমাদের প্রডাকশনের " চিত্রা ২২ " টা নিতে পারেন। সুইডিশ স্কুল বাচ্চাদের জন্য এই ব্যাগটা আবিস্কৃত হলেও বড়দের কাছেও পরবর্তিতে অনেক জনপ্রিয় হয় এই ব্যাগটি। এবং দাম শুনলে আপনি হয়ত কিনবেন না ৮০/১২৫ ইউরো , যদিও ইউরোপে দেদার বিক্রি হয়। আমরা এই মূহুর্তে প্রথম প্রডাকশনে বানিয়েছি ৩ টা কালার। অলিভ, ব্রাউন, অরেঞ্জ। দাম -১৩০০ টাকা। আসবেন শপে, দেখবেন পানাম, আশা করি সবার ই ভালো লাগবে, নতুন এই কাজ।

    You may also like

    featured products